রাশিয়ার পশ্চিম স্মোলেনস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার বিস্ফোরণে আগুন লেগে পুড়ে গেছে জ্বালানি স্থাপনা।
আজ বুধবার এই ঘটনা জানান ওই অঞ্চলের গভর্নর।
গভর্নর ভ্যাসিলি আনোখিন টেলিগ্রামে লিখেছেন, ‘আমাদের অঞ্চলকে আবার ইউক্রেনীয় ড্রোন হামলার টার্গেট করা হয়েছে। এতে বেসামরিক জ্বালানি অবকাঠামো স্থাপনাগুলোতে শত্রুদের আক্রমণের পর আগুন ছড়িয়ে পড়ে।’
এতে কোনও প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা হামলার লক্ষ্যবস্তু কি ছিল এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।