আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
অসমাপ্ত জবানবন্দীর ৩য় দিনে আজ বৃহস্পতিবার আদালতে তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, রাজনীতি থেকে দূরে রাখতে এবং আগামী নির্বাচনে অযোগ্য করতে আমার প্রতি ন্যায়বিচার করা হবে না। আমাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে সরকার নীলনকশা করছে।
তিনি বলেন, দায়িত্ব পালনকালে জনগণের মৌলিক মানবিক অধিকার এবং বিচার বিভাগ ও মতপ্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করেছি। দেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে নিরলস প্রয়াসে কখনো বিরতি দেইনি।
তিনি আরও বলেন, আত্মপ্রচারের উদ্দেশ্যে আমি এসব কথা বলছি না। আমার এই অবস্থান, ভূমিকার বিনিময়ে বাড়তি কোন সুবিধা বা মর্যাদা দাবি করার কোন অভিপ্রায়ও আমার নেই।