• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

আগামী শনিবার থেকে খুলছে মাধ্যমিক স্কুল-কলেজ, রোববার প্রাথমিক

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

তাপপ্রবাহের কারণে কয়েক দিন বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে ফের খুলছে মাধ্যমিক স্কুল ও কলেজ। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

এদিকে একই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলোও।

চলমান তাপপ্রবাহের প্রেক্ষাপটে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ক্লাস আজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষকসহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন নজরে আনা হলে শুনানি নিয়ে গত সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ আদেশ দেন।

ঈদুল ফিতরের ছুটির পর ২১ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও সারাদেশে তীব্র তাপপ্রবাহ শুরু হলে ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়।

গরম না কমলেও সন্তানদের নিয়ে অভিভাবকদের উদ্বেগের মধ্যেই গত রোববার খুলে যায় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ