• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

দুর্নীতির দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ক্যারিবীয় ক্রিকেটার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ মে, ২০২৪
ক্যারিবীয় ক্রিকেটার ডেভন থমাস। ছবি: সংগৃহীত

আইসিসির দুর্নীতিবিরোধী নিয়ম ভাঙার কারণে পাঁচ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস। শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতিবিরোধী আইন ভঙ্গ করার কারণে থমাসকে এই শাস্তি দিয়েছে আইসিসি।

আইসিসির দুর্নীতি বিরোধী আদালতে শুনানির পরিবর্তে দোষ স্বীকার করে আরোপিত সাজা মেনে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

২০২১ সালে থমাস লঙ্কা প্রিমিয়ার লিগের অনুচ্ছেদ ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ এবং ২.৪.৭ ভেঙেছিলেন। ২০২১ সালে আবু ধাবির টি-১০ লিগে ২.৪.৪ এবং ২০২১ সালে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ২.৪.২ ও ২.৪.৪ ধারা ভেঙেছিলেন।

আইসিসির ইনটিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ‘আন্তর্জাতিক এবং পেশাদার ক্রিকেটে দুই জায়গায় খেলার কারণে ডেভন থমাস দুর্নীতি বিরোধী বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেছেন। এজন্য তিনি জানতেন তার বাধ্যবাধকতা কোথায়। কিন্তু তিনি তিন ফ্র্যাঞ্চাইজি লিগে সেই বাধ্যবাধকতা মানতে পারেননি।’

থমাসের পাঁচ বছরের নিষেধাজ্ঞা গণনা হবে ২০২৩ সালের ২৩ মে সাময়িক নিষিদ্ধ ঘোষণার দিন থেকেই। তবে নিষেধাজ্ঞার শেষ ১৮ মাস স্থগিত থাকবে। যার অর্থ, ২০২৬ সালের নভেম্বরে খেলায় ফিরতে পারবেন থমাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ