গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কর্মকর্তা ওসামা হামদান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে রাফায় ইসরাইলের সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না।
বৈরুতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হামদান এই মন্তব্য করেন। তিনি যখন সংবাদ সম্মেলন করছিলেন, তখন হামাসের একটি প্রতিনিধিদল দোহা থেকে কায়রো গেছে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে।
হামদান বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলছি যে ইসরাইল যদি রাফায় সামরিক অভিযান পরিচালনা করে, তবে তা ইসরাইলি সেনাবাহিনীর জন্য কোনো পিকনিক হবে না।’
তিনি বলেন, ‘বল এখন নেতানিয়াহুর কোর্টে।’ তিনি হামাসের সম্মত হওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব সম্পর্কে বলেন যে ‘আমাদের জনগণ এবং আমাদের প্রতিরোধ আন্দোলনের দাবিগুলোর প্রতি এতে ন্যূনতম পর্যায়ে সাড়া দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘রাফা ক্রসিং পুরোপুরিভাবে মিসরীয়-ফিলিস্তিন ক্রসিং হিসেবে আছে, এবং থাকবে।’
সূত্র : রয়টার্স ও এএফপি