ঝিনাইদহে শহরের আরাপপুর এলাকার সিটি কলেজ পাড়ায় পানিতে ডুবে জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির ভেতরে কলের ধারে বালতির পানি নিয়ে খেলা করছিল শিশু জান্নাত। এক পর্যায়ে সবার অগোচরে পানি ভর্তি বালতিতে শিশুটি উল্টে পড়ে ডুবে যায়। কিছু সময় পর তার মা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।