• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

৩ লাশ উদ্ধারের নেতানিয়াহুর দাবিতে সন্তুষ্ট নয় ইসরাইলিরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ মে, ২০২৪

গাজা থেকে তিনটি লাশ উদ্ধারের যে দাবি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন, তাতে সন্তুষ্ট নয় ইসরাইলিরা। তারা তাদের স্বজনদের ফিরিয়ে আনতে আরো কিছু করার দাবি করেছে।

ইসরাইল জানায়, ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে হামাসের হামলার সময় নিহত তিন ব্যক্তির লাশ তারা গাজা থেকে উদ্ধার করেছে। ওই তিন ব্যক্তি হলেন আইজ্যাক গেলেরেন্টার, অমিত বাসকিলা এবঙ শানি লুক। তারা নোভা মিউজিক উৎসবে নিহত হয়েছিলেন এবং হামাস লাশগুলো গাজায় নিয়ে গিয়েছিল বলে ইসরাইল দাবি করছে।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি শুক্রবার এক বিবৃতিতে বলেন, ওই তিন ব্যক্তির লাশ সেনাবাহিনী এবং ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতের অভিযানের সময় উদ্ধার করা হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, জীবিত হোক বা মৃত হোক, গাজা থেকে সকল পণবন্দীকে মুক্ত করে আনব।

গত সপ্তাহে হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেড এক ভিডিও প্রকাশ করে জানায়, ব্রিটিশ-ইসরাইলি বন্দী নাদাভ পপলওয়েল মারা গেছেন। গ্রুপটি জানায়, এক মাস আগে ইসরাইলি বোমা হামলায় তিনি আহত হয়েছিলেন। ওই ক্ষত থেকেই তিনি মারা গেছেন।

বন্দীদের মুক্ত করার জন্য ইসরাইল সরকারের ওপর ঘরোয়া চাপ বাড়ার মধ্যে ওই ভিডিও প্রকাশ করা হয়।

বন্দীদের স্বজন ও বন্ধুসহ হাজার হাজার ইসরাইলি তাদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে রাস্তায় নেমে এসেছে। বন্দীদের মুক্ত করার জন্য আরো কিছু করার জন্য তারা নেতানিয়াহুর প্রতি দাবি জানাচ্ছে। তাদের অনেকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুকে চাপ দিচ্ছে।

এদিকে শুক্রবার জর্ডানের আম্মান থেকে আল জাজিরার সংবাদদাতা ইমরান খান বলেন, তিন লাশ উদ্ধার নিয়ে নেতানিয়াহু যে দাবি করেছেন, তাতে বন্দীদের পরিবারগুলো সন্তুষ্ট নয়। উল্লেখ্য, ইসরাইল সরকার নিষিদ্ধ করায় আল জাজিরাকে এখন বাইরে থেকে সংবাদ সংগ্রহ করতে হচ্ছে।

ইমরান খান বলেন, বন্দীদের মুক্ত করার জন্য গঠিত অ্যাডভোকেসি গ্রুপ দি ব্রিঙ দেম হোম ক্যাম্পেইন বলেছে, নেতানিয়াহু বন্দীদের মুক্ত করার জন্য পর্যাপ্ত কিছু করছেন না।

সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ