• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

চীনের তৃতীয় বিমানবাহী রণতরীর প্রথম সমুদ্রযাত্রার সব পরীক্ষা সম্পন্ন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ মে, ২০২৪

সম্প্রতি ফু চিয়ান নামের চীনের তৃতীয় বিমানবাহী রণতরীর প্রথম সমুদ্রযাত্রার যাবতীয় পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। সংগৃহীত ছবি


শুক্রবার বিকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিও কাং বেইজিংয়ে একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, এবারের সমুদ্রযাত্রার মাধ্যমে ‘ফু চিয়ান’ বিমানবাহী রণতরীর নানা খাতের সরঞ্জামের ধারাবাহিক পরীক্ষা করা হয়। ভবিষ্যৎ পরিকল্পনা অনুসারে ফু চিয়ানের আরও পরীক্ষা করা হবে।

তিনি বলেন, চীন নিজের শক্তির ওপর নির্ভর করে বিমানবাহী রণতরী গবেষণা ও নির্মাণ করছে। এর লক্ষ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ নিশ্চিত করা। শান্তিপূর্ণ উন্নয়নের পথে চীন এগিয়ে যাবে, এবং আত্মরক্ষামূলক প্রতিরক্ষা-নীতি মেনে চলবে। চীন এ নীতিতে অবিচল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ