জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে পানি উৎস এবং জলাশয়গুলো বিশ্বজুড়ে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। খবর আনাদোলুর।
শুক্রবার ইস্তাম্বুলে রাষ্ট্রায়ত্ত জিরাত ব্যাংক আয়োজিত কৃষি বিষয়ক একটি সভায় বক্তৃতায় বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টিতে ‘পানির উৎস নিয়ে বিরোধ’-এর ভূমিকার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
এরদোয়ান বলেন, ‘এশিয়া, আমেরিকা, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক দ্বন্দ্ব পানির উৎস নিয়ে বিরোধ থেকে উদ্ভূত।
জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব এবং পানি-সম্পর্কিত সংঘাতের জন্য তাদের পরিণতির কথাও বলেছেন এরদোয়ান।
তিনি বলেন, ‘যদি তুরস্কে নেতৃত্বে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি না হতো, তাহলে অনেক এলাকা দুর্ভিক্ষের শিকার হতো, বিশেষ করে আফ্রিকান দেশগুলো।’
এরদোয়ান জোর দিয়ে বলেন, কোভিড-১৯ মহামারি এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে তুরস্ক ৩৩ মিলিয়ন টন শস্যের উত্তরণ নিশ্চিত করে মারাত্মক পরিস্থিতি থেকে রক্ষা করেছে।