• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ মে, ২০২৪

টেক্সাসের হিউস্টন শহরে ঝড়ের কারণে শঙ্কার মাঝে পড়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি সিরিজ। গত বৃহস্পতিবার শক্তিশালী ঝড়ে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের প্রায় সব অবকাঠামো লণ্ডভণ্ড হয়ে গেছে। আর এই মাঠেই ২১ মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এই মাঠের স্থাপনাগুলো ছিল অস্থায়ী। ঝড়ের কবলে সেটা ক্ষতিগ্রস্ত হওয়াতে সিরিজ নির্ধারিত দিনে শুরু হওয়া নিয়ে শঙ্কা জেগেছে বলে জানিয়েছেন ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিথি পিটার ডেলা পেনা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘গত বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় আঘাত হানায় ২১ মে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সিরিজটি নিয়ে শঙ্কা জেগেছে। সম্প্রতি অস্থায়ীভাবে নির্মিত প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ অবকাঠামো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।

ঝড়ের মধ্যেই বাংলাদেশ হিউস্টনে পা রেখেছে গত শুক্রবার। তার আগের রাতেই ঝড় আঘাত হানে সেখানে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি বাংলাদেশের প্রস্তুতির অংশ। বিশ্বকাপের অন্যতম আয়োজকদের সঙ্গে সেখানে তিনটি ম্যাচ হবে ২১, ২৩ ও ২৫ মে। টুর্নামেন্ট শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচও খেলবে টাইগাররা। যার একটি ২৮ মে একই প্রতিপক্ষের বিপক্ষে। ১ জুনের ওয়ার্ম আপে প্রতিপক্ষ ভারত। তার পর মূল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ