• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ মে, ২০২৪
ফাইল ছবি

ইসরাইলে রাজনৈতিক বিভেদ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দফতরবিহীন মন্ত্রী ৬ দফা দাবি জানিয়ে বলেছেন, ৮ জুনের মধ্যে এগুলো পূরণ করা না হলে তিনি পদত্যাগ করবেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী রাজনৈতিক অংশীদারদের ইঙ্গিত করে গাঞ্জ বলেছেন, অনেক কিছু ভুল হচ্ছে। অত্যাবশ্যক সিদ্ধান্তগুলো নেয়া হচ্ছে না। বিজয় নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক নেতৃত্বমূলক সিদ্ধঅন্ত গ্রহণ করা হচ্ছে না। ইসরাইল রাষ্ট্রের কমান্ড ব্রিজেরে নিয়ন্ত্রণ নিয়েছে একটি ক্ষুদ্র সংখ্যালঘু গ্রুপ এবং তারা দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে।

গাঞ্জ বলেন, ইসরাইলি নিরাপত্তার পবিত্রতম জায়গায় ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা অনুপ্রবেশ করেছে।

উল্লেখ্য, গাঞ্জের সাথে নেতানিয়াহুর দ্বন্দ্ব সাম্প্রতিক সময়ে ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছে। তিনি আরো কয়েকবার পদত্যাগ করার হুমকি দিয়েছেন।

ইসরাইলের বিভিন্ন জনমত জরিপে দেখা যায়, এখন নির্বাচন হলে নেতানিয়াহু সরকারের পতন হবে এবং গাঞ্জ হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।

গাঞ্জ ছয় দফা লক্ষ্য বাস্তবায়নের জন্য নেতানিয়াহুকে আলটিমেটাম দিয়েছেন। এগুলো বাস্তবায়িত না হলে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন

১. পণবন্দীদের ফিরিয়ে আনা।

২. হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকাকে অসামরিকীকরণ করা।

৩. গাজায় একটি ‘আমেরিকান-ইউরোপিয়ান-আরব-ফিলিস্তিনি’ বিকল্প পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তবে এতে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আব্বাসের অন্তর্ভুক্তি থাকবে না।

৪. ১ সেপ্টেম্বরের মধ্যে উত্তরের অধিবাসীদের প্রত্যাবর্তন এবং পশ্চিম নেগেভের পুনর্বাসন।

৫. ‌’ইরানের বিরুদ্ধে মুক্ত বিশ্ব এবং আরব দুনিয়ার চুক্তিসহ একটি সাধারণ উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করা।

৬. আদর্শ ইসরাইলি জাতীয় সার্ভিস সৃষ্টি করা, যার ফলে সকল ইসরাইল দেশের সেবা করা এবং সর্বোচ্চ জাতীয় প্রয়াসে অংশ নিতে পারবে।

গাঞ্জ বলেন, আপনি যদি জাতিকে পতনের দিকে চালিত করেন, তবে আমরা অবশ্যই সরকার থেকে প্রত্যাহার করব, জনগণের কাছে যাব এবং এমন এক সরকার গঠন করব, যা সত্যিকারের বিজয় নিয়ে আসবে।

এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও নেতানিয়াহুর সিদ্ধান্তহীনতার সমালোচনা করেছেন। হামাসকে পরাজিত করার পর কে গাজা শাসন করবে, তা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করায় তিনি নেতানিয়াহুর সমালোচনা করেন।

সূত্র : জেরুসালেম পোস্ট এবং অন্যান্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ