প্রায় ৩ বছর পর টেইলর সুইফটের নতুন অ্যালবাম ‘রেপুটেশন’ আসছে। এর আগে ২০১৪ সালে প্রকাশ পায় টেইলর সুইফটের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘নাইন্টিন এইট্টি নাইন’। যা ব্যাপক সাড়া জাগায় বিশ্বব্যাপী। অ্যালবামটি প্রকাশের প্রথম সপ্তাহেই বিক্রি হয় প্রায় ১২ লাখ কপি। এবার ধারণা করা হচ্ছে, সুইফটের রেপুটেশন বিক্রির দিক দিয়ে রেকর্ড গড়বে। অ্যালবামটি আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে। তবে প্রকাশের আগেই অগ্রিম অর্ডার পড়েছে ৪ লাখ। যা টেইলর সুইফের অন্য কোন অ্যালবামের ক্ষেত্রে ঘটেনি।
নতুন অ্যালবাম প্রসঙ্গে টেইলর সুইফট বলেন, ‘আমি দর্শকদের জন্য গান করি। তারা সাড়া দেয় বলেই আমি অনুপ্রেরণা পাই। অ্যালবাম প্রকাশের আগেই তারা এত সাড়া দেবে আমি ভাবতেই পারিনি। সবাইকে আমার ভালোবাসা। আর ভক্তদের কাছে আমি বরাবরের মতো কৃতজ্ঞ।’
নতুন অ্যালবামে কী চমক থাকছে? এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ভক্তদের চাহিদা পূরণের পাশাপাশি আমি সবসময় চেষ্টা করি নতুন কোনো চমক দেওয়ার। আমার ষষ্ঠ অ্যালবামটিতেও আমি তেমন কিছু চমক রাখছি। তবে কি চমক থাকছে সেটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে। চমক দিতে আমি প্রস্তুত! তোমরা প্রস্তুত তো?’ এখন পর্যন্ত টেইলর সুইফট ৩টি গান নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সর্বশেষ করেছেন গর্জিয়াস শিরোনামের একটি গান নিয়ে। ‘রেপুটেশন’-এর তৃতীয় গান ‘গর্জিয়াস’। আগের দুটি গান ছিল ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ এবং ‘রেডি ফর ইট’। ‘রেপুটেশন’ টেইলরের ষষ্ঠ একক অ্যালবাম।
প্রসঙ্গত, কিছুদিন আগে টেইলর সুইফট তার ১০০জন ভক্তকে বাসায় ডেকে এনে অপ্রকাশিত অ্যালবামের গানগুলো শুনিয়েছেন। তখন তিনি বলেছিলেন, আমার জীবনে এমনকিছু ভক্ত আছে, যাদেরকে ছাড়া আমার চলার পথ খুবই কঠিন। আর তাদেরকে নিয়ে আড্ডা দেওয়ার সময় হয় না। তাই হুট করেই সময় বের করে নিলাম।’