• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ইসরাইলের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ মে, ২০২৪
ছবি - সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার ঠিক পরপরই রোববার ইসরাইলের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম প্রতিক্রিয়া আসতে শুরু করে।

সোমবার ওই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়ার পর প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সহযাত্রীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলে প্রতিক্রিয়ার তীব্রতা আরো বেড়ে যায়।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের রাষ্ট্রপতির মৃত্যু নিয়েও প্রশ্ন তুলছেন ওই দেশের নাগরিকদের কেউ কেউ।

সাম্প্রতিক ইরান ও ইসরাইলের মধ্যে প্রকাশ্যে সঙ্ঘাত দেখা গেছে।

প্রথমে, সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলার জন্য ইসরাইলকে দায়ী করা হয়। এরপর এর প্রতিশোধ হিসেবে গত এপ্রিল মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের ওপর হামলা চালায় ইরান।

এই সঙ্ঘাতের মাঝেই ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক মৃত্যুর ঘটনায় কেউ কেউ ইসরাইলকেও সন্দেহ করছে।

তবে এই ঘটনায় তাদের হাত থাকার কথা অস্বীকার করে এসেছে ইসরাইল।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রকাশ না করার শর্তে এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, ইব্রাহিম রইসির হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় ইসরাইল জড়িত নয়।

তবে ইসরাইল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ