• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

অপহরনের ৩ মাস পর কিশোরী উদ্ধার

আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের কচুয়ায় অপহরনের ৩ মাস পর চট্টগ্রাম থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উদ্ধারকৃত কিশোরীকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও অপহৃতের পরিবার জানায়, গত ২৫ আগষ্ট দুপুরে উপজেলার খলিশাখালী গ্রামের এক কিশোরী কচুয়া বাজারে মোবাইলে বিকাশের টাকা তোলার জন্য যায়। ওই সময়ে কয়েকজনে মিলে ওই কিশোরীকে অপহরন করে প্রথমে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ও পরে চট্রগ্রামে নিয়ে আটকে রাখে।
এঘটনার পর কিশোরীর বাবা বাদী হয়ে কচুয়া থানায় মামলা করলে পুলিশ অভিযান শুরু করে। গত ১৭ সেপ্টেম্বর অপহরনের সাথে জড়িত সন্দেহে বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে পার্থ মৃধা (১৮)  নামে এক অপহরনকারীকে আটক করে। পরে ৩ সেপ্টেম্বর সকালে অভিনব কায়দায় বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে অপহরনের সাথে জড়িত রকিবুর মিয়াকে (১৮) আটক করে। আটকের পর রকিবুর পুলিশের জিজ্ঞাসাবাদে তার বড় ভাই হাফিজুর রহমানের কাছে চট্টগ্রামে অপহৃত কিশোরী রয়েছে বলে স্বীকার করে। রকিবুরের দেয়া তথ্য অনুযায়ী কচুয়া থানা পুলিশ চট্রগ্রামের ইপিজেট থানায় জানালে তারা শনিবার রাতে কিশোরীকে উদ্ধার করে। কচুয়া থানা পুলিশ চট্রগ্রামের ইপিজেট থানা থেকে রবিবার সকালে অপহৃত কিশোরীকে কচুয়ায় নিয়ে আসে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, অপহৃত  কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ