• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

যেকোনো হারই কষ্টের ব্যাপার, লিপু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

ব্রাকেটবন্দী ‘দুর্বল’ শব্দটা এখন আর আমেরিকার সঙ্গে মানানসই নয়। অন্তত বাংলাদেশের বিপক্ষে এমন জয়ের পর, মাইগ্রেট ক্রিকেটারদের নিয়ে গড়া আমেরিকা দলটা, এবারের বিশ্বকাপে দিচ্ছে দারুণ কিছুর ইঙ্গিত। উল্টোপিঠে আমেরিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের পর, টাইগারদের টি-টোয়েন্টি অ্যাপ্রোচ নিয়েও উঠেছে প্রশ্ন।

টপ-অর্ডারে ব্যর্থতার ধারাবাহিকতা, অফ-ফর্মে থাকা লিটনকে আবারও সুযোগ দেওয়া, কিংবা তাকে সুযোগ দিতে গিয়ে ফর্মে থাকা তানজিদ তামিমকে বেঞ্চে বসানো, অনেক প্রশ্নের উত্তর এক বাক্যে দিলেন সাবেক দুই অধিনায়ক।

জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের ভাষ্য, ‘জাতীয় দলটা তো পারফর্ম করার জায়গা, আমরা জাতীয় দলে খেলছি। জাতীয় দলে যে পরিস্থিতিই হোক, পারফর্ম করতে হবে।

অন্যদিকে সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মন্তব্য, ‘যেকোনো হারই কষ্টের ব্যাপার এবং এখানে আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতির মধ্য দিয়েই আমরা যাচ্ছি। নিশ্চয়ই এটা হতাশার, এখানে কোনো সন্দেহ নেই। একটা-দুটা বিচ্ছিন্ন পারফরম্যান্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরম্যান্স ভালো হয়, প্রতিটা বিভাগে যেটা আশা করা হচ্ছিল, সেটা হচ্ছে না। আমার মনে হয়, দুশ্চিন্তার কারণটা একটু বেশি।

গেল কয়েকটি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার পর বারবার মিরপুরের উইকেট, আর দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে উঠেছে নানামুখী প্রশ্ন। সেসব নিয়ে ক্ষোভ ঝাড়লেন দুর্জয়। আর এইচপির ক্রিকেটারদের সঙ্গে পরিচিতি সেশনের সংবাদ মাধ্যমকে প্রধান নির্বাচক লিপু ইঙ্গিত দেন, এমন চলতে থাকলে ভাবতে হবে নতুন করে।

লিপুর ভাষ্যমতে, ‘এটা তো একটা লার্নিং প্রসেস। এখান থেকেই তারা (তিন লেগ স্পিনার) পরিশোধিত হয়ে ক্রমেই ওপরের দিকে উঠবে। যারা প্রথম এসেছে তাদের কারও কারও এক বছরেই নাও হতে পারে। আরও বেশিও লাগতে পারে। কেউ যদি প্রতিশ্রুতিশীল হয়, প্রতিভাবান হয়। তার বয়স যদি অনুকূলে থাকে তাহলে আরও বেশি সময় রেখে কাজ করা যেতে পারে।’

অন্যদিকে নাঈমুর রহমান দুর্জয় যোগ করেন, ‘ঘরের মাঠে উইকেট ভালো না। এটা অজুহাত। পিচ যদি স্লো উইকেটও বানানো হয়, সেটা দলের চাওয়াতেই হয়। এখন তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গিয়ে। সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়, দলের চাওয়া থেকেই সেটা করা হয়। কোন উইকেট হলে দল পারফর্ম করবে, সে চাওয়াটা দল থেকেই আসে। কাজেই এখন উইকেটে দোহাই দিলে তো আমরা মানতে পারি না।

এদিকে ২৩ মে ইউএসএ’র বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ