ফরিদপুরের নগরকান্দায় শুক্রবার বিয়েবাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে
ছাত্রলীগ নেতার বিয়েতে খাবার না পাওয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ মে) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্যকাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকাইচাইল গ্রামের বৃষ্টি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নাগারদিয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলম তালুকদারের দুই মাস আগে বিয়ে হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বরযাত্রীরা কনের বাড়িতে যান। চুক্তি মোতাবেক বিয়েতে ১০০ জন বরযাত্রী আসার কথা থাকলেও কনেপক্ষ দাবি করেন দ্বিগুণ এসেছেন। ফলে ব্যবস্থাপনা ও খাবারে বিঘ্ন ঘটে। আগত বরযাত্রীরা খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনার পর কনেকে ফেলে রেখে বরযাত্রীসহ ফিরে যান বর শাহ আলম তালুকদার। পরে অবশ্য রাতে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে বলে জানা গেছে।