চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
সারাদেশের কর্মসূচির ন্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকতা – কর্মচারীরা বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে পাওয়ার দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। গতকাল সোমবার সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত এক যোগে বাংলাদেশের ৩২৭ টি পৌরসভায় এ কর্মবিরতি চলে। পৌরসভার প্রধান ফটোকে / গেটে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অর্ধদিবস কর্মবিরতি পালন কালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম এ দাবীর উপর পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব, মোঃ মামুনুর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম,সহকারী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান, হিসাব রক্ষক মোঃ আহসান হাবীবসহ পৌরসভার সকল স্তরের কর্মকতা কর্মচারীবৃন্দ। পৌরসভায় কর্মরত প্রায় ১৯ হাজার কর্মকতা – কর্মচারীর পরিবার পরিজন নিয়ে ভালভাবে বেঁচে থাকার পথকে সুগম করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট তাদের আকুল আবেদন।