বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে আক্তার হোসেন (৫৭) নামে এক দর্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের ভেতরের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আক্তার হোসেন খুলনা জেলার রুপসা উপজেলার যুগিহাটি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) এনায়েত হোসেন বলেন, বাগেরহাট পুলিশের পোশাক তৈরির ঠিকাদারি প্রতিষ্ঠান জাহিদ এ্যান্ড ব্রাদার্স সত্ত্বাধিকারি হাসান ও তার কর্মী আক্তার হোসেন প্রতিদিনেরমত কাজ শেষে একই কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে হাসান উঠে যায়। আক্তার না ওঠায় হাসান ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।