• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

বাগেরহাটে পৌর কর্মচারীদের কর্মবিরতি পালন

আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

বাগেরহাট প্রতিনিধি॥
রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বাগেরহাটের পৌর কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতি পালনের সময় বক্তব্য দেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, সুব্রত কুমার সোমাদ্দার, মোঃ জামসেদ আলী, সেলিশ ফকির, সানজিরা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন  দন্ডবিধি ১৮৬০ধারার ২১উপ ধারায় ১ থেকে ১২ তে উল্লেখিত সকল বিভাগ,দপ্তর অধিদপ্তরও পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন ভাতা সহ সকল প্রকার  সুযোগ সুবিধাপেতে পারে তা হলে অমরা জনসেবায় দায়ীত্ব পালন কারি স্থানীয় সরকারের প্রতিষ্ঠান হয়ে আমরা কেন সরকারের সুযোগ সুবিধা পাবোনা। একই দাবিতে জেলার মোড়েলগঞ্জ ও মোংলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ