সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের সিদ্ধান্তে সারাদেশের মতো জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি কোষাগার হতে শতভাগ বেতন-ভাতা, পেনশন ও নয়মাসের বকেয়া বেতনের দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সোমবার অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচী পালন করে। এ সময় এক সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুল মালেক, বিদ্যুৎ প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, হিসাবরক্ষক রশিদুজ্জামান লেবু, এসেসর মনিরুজ্জামান তালুকদার, সহকারী লাইসেন্স পরিদর্শক মাহবুবুর রহমান, কার্য সহকারী এজিএম শাহজাহান আলী, পানি বিল ক্লার্ক আবু সাঈদ তালুকদার প্রমুখ।