ফরিদপুর প্রতিনিধি॥
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর গ্রাম আদালত বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার পরিষদের হল রুমে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী প্রশিক্ষন এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হাসান। সদর উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ এর ফরিদপুর জেলার সমন্বয়কারী রাশেদুল হক, আমিরুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী মোছা. রুবিনা বেগম।
প্রশিক্ষণে সদর উপজেলার তিনটি ইউনিয়নের ২২ জন ইউপি সদস্য অংশ গ্রহণ করেন। ৭ নভেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হবে ৯ নভেম্বর।