• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

‘প্রধান বিচারপতি যদি দায়িত্ব নিতে চান তা অবমাননাকর’

আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি এসকে সিনহা পদত্যাগ করলে কোন সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে না। কারণ সংবিধানে এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত সম্পর্কে বলা আছে। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন। ছুটিতে থাকা প্রধান বিচারপতি এসকে সিনহা পদত্যাগ করতে পারেন বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে অ্যাটর্নি জেনারেল কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, আপিল বিভাগের বিচারপতিরা তার সঙ্গে বসে বিচারকার্য করবেন না বলে সুপ্রিম কোর্টের দেওয়া বিবৃতিতে আগেই জানানো হয়েছে। এরপরও যদি উনি দায়িত্ব নিতে চান তবে তা অবমাননাকর বলেই মনে করি।
অ্যাটর্নি জেনারেল বলেন, নতুন বিচারক নিয়োগ দেওয়া হলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অবশ্যই তাদের শপথ দিতে পারবেন। এক্ষেত্রে আইনগত কোন সমস্যা নেই। কারণ, বাস্তবতা বিবেচনা করতে হবে। এক জনের জন্য তো আর সব কাজ বন্ধ থাকতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ