• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

তারেক রহমানের আগে আপনার বিচার হয়ে যায় কিনা তার জন্য প্রস্তুত থাকেন: রিজভী

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ মে, ২০২৪
মানববন্ধনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘গতকাল প্রধানমন্ত্রী বললেন তারেক রহমানকে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করা হবে, এর আগেও অনেকবার বলেছেন। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করার আগে আপনার বিচার হয়ে যায় কিনা তার জন্য প্রস্তুত থাকেন। পরিস্থিতি এমন পর্যায়ে, আপনি এমন ডুবতে শুরু করেছেন, আর তল খুঁজে পাচ্ছেন না।

সোমবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে রুহুল কবির রিজভী আরও বলেন,‘আপনারা দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন। যত ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে, ওই সুদ পরিশোধ করতে হবে। প্রধানমন্ত্রী, আপনার সরকারের পাপের সুদসহ আপনার যে বিচার হবে সে বিচারের জন্য প্রস্তুত থাকেন। তারপর আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবেন। আপনার ছাত্রলীগ ডাকাতি করে, আপনার ছাত্রলীগ নারীর শ্লীলতাহানি করে, আপনার যুবলীগ টেন্ডারবাজি করে এই ১৬-১৭ বছরে প্রায় ৫০ জন লোককে হত্যা করেছে। এই পাপগুলোর জন্য কি এদেশের আইনে বিচার হবে না?

বিএনপির এই সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘যাদের আপনি এমপি বানিয়েছেন তারাই তো টাকাগুলো পাচার করেছে। তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে-বিলে ফেলেছে, এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কী করে?এর দায় তো আপনার প্রধানমন্ত্রী। আপনি মাফিয়া, ডাকাত, খুনিদের এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার ওপর নেই? এই ভয়ংকর পাপগুলো কি এমনি চলে যাবে?এমনি পার পেয়ে যাবেন?

রিজভী বলেন, ‘আপনারা যাদের প্রভু মনে করেন, আপনি যাদের আপনার ওস্তাদ মনে করেন, সেই মোদি সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের দূত। আপনার প্রভুরা যদি নিজেকে ঈশ্বরের দূত মনে করে আপনি কী নিজেকে এরকম কিছু মনে করছেন যে আপনার চারিদিকে ভরা পাপের কোনও বিচার হবে না? আপনি কার দূত মনে করছেন প্রধানমন্ত্রী? প্রত্যেকটি অপকর্মের, প্রত্যেকটি অনাচারের বিচার এই পৃথিবীতেই হবে। পৃথিবীতেই এর দৃষ্টান্ত রয়েছে ভুরি ভুরি।’

ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ