• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

আন্দোলনরত মার্কিন শিক্ষার্থীদের প্রশংসা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণে প্রাণহানির ঘটনার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করেছেন। বৃহস্পতিবার ইরানের এই নেতার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মার্কিন শিক্ষার্থীদের প্রশংসা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যজুড়ে তেহরান-সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কথা উল্লেখ করে খামেনি বলেন, ‘আপনারা প্রতিরোধ ফ্রন্টের একটি শাখা গঠন করেছেন।’ উল্লেখ্য, ইরাকের সশস্ত্র গোষ্টী কাতিব হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহর সমন্বয়ে ইরানের প্রতিরোধ ফ্রন্ট গঠিত।

বিবৃতিতে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, ইতিহাসের পাতা যখন উল্টে যাচ্ছে, তখন আপনারা এর ডান প্রান্তে দাঁড়িয়ে আছেন।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। পরে পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সেই সময় কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র পুলিশ।

আর এই বিক্ষোভের শুরু হয় নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এবং পরবর্তীতে তা পুরো যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ