• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় দেড় বছরে এক দিনেও চলেনি উধুনিয়া ইউপি দুটি এ্যাম্বুলেন্স

আপডেটঃ : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উধুনিয়া ইউনিয়ন পরিষদে দেওয়া এ্যাম্বুলেন্স ২টি গত প্রায় দেড় বছরের এক দিনের জন্যও চলেনি। এর চালক দু’জনকে কাজ ছাড়াই মাস শেষে বেতনের টাকা দিতে হচ্ছে বলে জানা যায়। এলজিএসপি-২ গত অর্থ সালের জুন মাসে উপজেলা পরিষদ থেকে এ্যাম্বুলেন্স পরিচয়ে ব্যাটারি চালিত ইজি বাইক দু’টি দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হলো প্রত্যান্ত এলাকা বলে সেখানকার জরুরি রোগিদেরকে এ এ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে চিকিৎসায় নেয়া।  সেখানে এক দিনের জন্যও এ্যম্বুলেন্স দু’টি একটিও একজন রোগি বহনেও চলেনি। এ এ্যাম্বুলেন্স দু’টি দেওয়ার পর উধুনিয়া ইউনিয়ন পরিষদের তহবিল থেকে চালক দু’জন মোঃ সেলিম ও আফসার আলীকে প্রতি মাসে বেতন ভাতা খাতে দু’ হাজার টাকা করে দিতে হচ্চে ব।েল জানা গেছে। উধুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল প্রামানিক জানান তার এলাকায় এম্বুলেন্স দু’টির চলা চল উপযোগি সড়ক পথগুলোর বেশীর ভাগ অংশই বিদ্ধস্ত হয়ে আছে। এছাড়া এলাকার কেই এটিতে রোগি নিয়ে অন্যত্র যেতে আগ্রহ দেখায়নি। উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীূপ কুমার সরকার জানান, এ্যাম্বুলেন্স দুটি না চলার বিষয়ে তিনি জেনেছেন। এর আগে একাধিকবার তিনি এ্যাম্বুলেন্স দুটি চালানোর বিষয়ে চেয়ারম্যানকে জানিয়েছেন। এটি চালানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। প্রয়োজন হলে চালক দু’জনকে বাদ দিয়ে নতুন চালক নিয়োগ দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ