• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

ইরান ‘ক্ষুব্ধ’ চীনের ওপর, তলব করলেন রাষ্ট্রদূতকে

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ জুন, ২০২৪

পারস্য উপসাগরে অবস্থিত তিনটি ইরানি দ্বীপের মালিকানা নিয়ে ‘ভিত্তিহীন দাবির’ প্রতি বেইজিং সমর্থন জানানোর কারণে তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ আলিবাক রবিবার চীনা রাষ্ট্রদূত চং পিউকে তলব করেন।

সম্প্রতি চীন ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ ঘোষণায় ওই তিন দ্বীপের মালিকানা নিয়ে আবু ধাবির ভিত্তিহীন দাবির প্রতি সমর্থন জানানো হয়। মোহাম্মাদ আলীবাক এ ব্যাপারে ইরান সরকারের তীব্র প্রতিবাদের কথা চং পিউকে অবহিত করেন। পারস্য উপসাগরে অবস্থিত গ্রেটার তুম্ব, লেসার তুম্ব ও আবু মূসা নামের তিনটি দ্বীপ ঐতিহাসিকভাবে ইরানের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত বহু বছর ধরে এগুলোর মালিকানা দাবি করে আসছে।

দ্বীপ তিনটির ওপর ১৯২১ সালে তৎকালীন উপনিবেশবাদী ব্রিটিশ সরকার আধিপত্য প্রতিষ্ঠা করে। কিন্তু ১৯৭১ সালের ২৯ নভেম্বর ব্রিটিশরা পারস্য উপসাগর ত্যাগ করার পরদিন ৩০ নভেম্বর ওই তিন দ্বীপের ওপর ইরান তার মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করে।
সেদিন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত স্বাধীন কোনো দেশ ছিল না। দ্বীপ তিনটির ওপর ইরানের মালিকানা পুনঃপ্রতিষ্ঠা হওয়ার দু’দিন পর ১৯৭১ সালের ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিক এ বাস্তবতা সত্ত্বেও বহু বছর যাবন আবুধাবি ওই দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছে। সূত্র : পার্সটুডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ