রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলা তথা সাইফার মামলায় খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সোমবার (৩ জুন) ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) তাদের এই মামলায় খালাস দেন।
সোমবার সাইফার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ইমরান খান ও মাহমুদ কুরেশির আপিল গ্রহণ করেন ইসলামাবাদ হাইকোর্ট। পরে আদালতের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব সংক্ষিপ্ত এক রায়ে তাদের বেকসুর খালাস দেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির দাবি, রায়ে আরও বলা হয়েছে, অন্য কোনো মামলায় কারাবন্দি না হলে ইমরান খান ও মাহমুদ কুরেশিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে।
রায় ঘোষণা পর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান জানান, জাতি আজ দেখলো, ন্যায়বিচার পেয়েছি। ভিত্তিহীন মামলাটি থেকে ইমরান খান মুক্তি পেয়েছেন। আজ অতি খুশির দিন। আশা করি খুব শিগগিরই জাতি ইমরান খানকে কারাগারের বাইরে দেখবেন।