চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
“গণমূখী তথ্য প্রযুক্তি বদলে দেবে অর্থনীতি” প্রতিপাদ্যে বুধবার সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০১৭ এবং আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ইনস্টিটিউট অব ডিপ্লে¬ামা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এ সময় র্যালির শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম। পরে র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণপূর্ত অধিদপ্তরে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়। এ সময় সংগঠনটির জেলা সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মোয়াজ্জেম হোসেন, বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আইনাল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, গণপূর্তর উপ-সহকারী প্রকৌশলী সালাউদ্দিন পারভেজ, উপ-সহকারী প্রকৌশলী সত্যজিৎ রায়, উপ-সহকারী প্রকৌশলী আকতারুজ্জামান প্রমুখ দিবসটি পালনে প্রকৌশলীদের অভিনন্দন জানান।