• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

পেছাছানো হলো মোদির শপথ অনুষ্ঠানের সময়

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান পেছাচ্ছে। বৃহস্পতিবার (৬ জুন) কয়েকটি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান রোববার (৯ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার (৮ জুন) তার শপথের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। কিন্তু বাকি শরিকদের সমর্থনে সরকার গড়ছে এনডিএ। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করেই এগিয়ে যেতে চায় জোটটি।

বুধবার (৫ জুন) নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি জানায়, এনডিএ জোটের বৈঠকে নরেন্দ্র মোদিকে জোটের নেতা নির্বাচন করা হয়েছে। এ হিসেবে নরেন্দ্র মোদি আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, বুধবার রাতে বিদায়ী সরকারের প্রধান ও মন্ত্রিপরিষদের সৌজন্যে দেয়া রাষ্ট্রপতির নৈশভোজে যান মোদি ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা। সেখানে রাষ্ট্রপতিকে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেয়া হয় এবং রাষ্ট্রপতিও সরকার গঠনের জন্য এনডিএকে আমন্ত্রণ জানান।

এর আগে, বুধবার দুপুরে রাষ্ট্রপতির কাছে মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেন। সবকিছু ঠিক থাকলে, জওহরলাল নেহরুর পর মোদিই হতে যাচ্ছেন ভারতের টানা তৃতীয় দফার প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৪ জুন) ভারতের ৫৪৩ লোকসভা আসনের চূড়ান্ত ফল অনুযায়ী ২৪০টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।তবে ঘোষিত ফল অনুযায়ী জোটগতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩টি। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা ২৩৩টি। জোটের দিক দিয়ে এনডিএ যেহেতু ম্যাজিক ফিগার পেয়েছে নিয়ম অনুযায়ী তারাই সরকার গঠন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ