সাতক্ষীরা প্রতিনিধি॥
শ্যামনগর কৈখালী ২নং ওয়ার্ডের জয়াখালী গ্রামে মমতাজ বেগমের সাথে সিরাজুলের দীর্ঘ দিন ধরে পরোকিয়া সম্পর্ক চলছিল। বিষয় টি নিয়ে এলাকায় সামাজিক পরিবেশ নষ্ট হতে থাকলে এলাকাবাসীর পক্ষে আবু ঈদ্রিস বাদী হয়ে লম্পট সিরাজুলের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এবং ঐ দরখস্তে ইউ পি চেয়ারম্যান আব্দুর রহিম সহ সকল মেম্বর গন সুপারিশ করায় শ্যামনগর কৈখালী ২নং ওয়ার্ডের ইউ পি মেম্বর মোহাম্মদ আলী কে পূর্ব শত্রুতার জের ধরে গত ইং-৩১-১০-২০১৭ তারিখে বেলা আনুমানিক ৩ টার সময় পূর্ব কৈখালী ব্রিজের মাঝখানে পৌছালে মাদক আসাক্ত ফজলু তরফদারের লম্ফট পুত্র সিরাজুল তরফদার ও প্রবাসি মতিয়ারের স্ত্রী মমতাজ সহ আরো অজ্ঞাত নামা চার পাঁচ জন সন্ত্রাসী, ইউ পি মেম্বর কে বেধর মারপিট করে আহত করে তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে এবং তাকে প্রথমিক চিকিৎসার জন্য তাৎক্ষনিক শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে সুস্থ্যতা বোধ হলে চেয়ারম্যানের সহযোগীতায় শ্যামনগর থানায় ০৪-১১-২০১৭ তারিখে মোহাম্মদ আলীর পিতা একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং- (০৫/২০১৭)। এমত অবস্থায় মামলার আসামীরা জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ফোনে মিথ্যা মামলা এবং হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে ইউ পি মেম্বর মোহাম্মদ আলী শ্যামনগর থানায় ০৭-১১-২০১৭ তারিখে একটি সাধারন ডায়েরী করেন,যাহার নং-(২৯২/৭)। ইউ পি মেম্বর মোহাম্মদ আলী সহ এলাকাবাসী দাবী প্রশাসনের উর্ব্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছে।