ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ॥
দিনাজপুরের ঘোড়াঘাটে জাল স্বাক্ষর দিয়ে আদিবাসীর জমি পারমিশন করার চেষ্টা নির্বাহী কর্মকর্তা অফিসে অভিযোগ করা হয়েছে। ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা অফিসের অভিযোগ সুত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত সোলেমান সরেনের ছেলে শ্রী সজীব সরেন (১৭) এর জ্বাল স্বাক্ষর দিয়ে তার পৈত্রিক ৪৪ শতাংশ জমি যার জেএল নং- ৯৯, খং নং- ২৫০, দাগ নং- ৩৩১ পারমিশন নেয়ার জন্য ঘোড়াঘাট সহকারী (ভূমি) অফিসে দরখাস্ত দেয় একই উপজেলার কুচেরপাড়া গ্রামের মৃত জয়েন ব্যাপারীর ছেলে ফজলুল হক। এ ব্যাপারে শ্রী সজীব সরেন জানতে পেরে নিজে বাদী হয়ে তার জ্বাল স্বাক্ষর ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গতকাল বুধবার ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা অফিসে ওই লিখিত অভিযোগ দেয়।