• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

সরকারী খাস জমি দখল করে ভবন নির্মাণ॥ সরকার হারাচ্ছে রাজস্ব…..সাধারণ মানুষের চলাচলে ঘটছে ব্যাঘাত

আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে নান্নার বাজারের রাস্তার পাশে সরকারী খাস জায়গা দখল করে অবৈধভাবে ভবন নির্মান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ফলে সরকার মোট াআংকের রাজস্ব হারাচ্ছে। এলাকাবাসি এই অবৈধ ভবন নির্মানের প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন। কিন্তু এতে কোন কাজ না হওযায় এলাকার লোকজন হতাশ হয়ে পরেছে। ফলে সড়কের পাশে এই ভবন নির্মামের কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির আশস্কা দেখা দিয়েছে।
এই ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গন্যম্যান লোকদের বিষয়টি নিস্পতির করার জন্য বলা হলেও পরিস্তিতি অপরিবর্তীত রয়েছে। ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার বাজারের।
সরেজমিনে গেলে ভুক্তভোগি এলাকাবাসি জানান ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার বাজারের সরকারী  খাস জায়গা দখল করে মোঃ মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ লিটন মিয়া এই অবৈধভাবে রাস্তার পাশে খাস জায়গা দখল করে ভবন নির্মান করিতেছে। যা সরকারী জায়গা। এই বাজার প্রতি বছর সকরারী ভাবে ডাক নেওয়া হয়। ফলে এই ভবন নির্মানের কারণে বাজারের সরকারী রাজস্ব আয় কমে যাওয়ার আশস্কা দেখা দিয়েছে। যার কারনে ভবন নির্মানের ফলে বাজারের পিছনের দিকে আগের মতো যায় না। ফলে আস্তে আস্তে নান্নার বাজারের ক্রেতা বিক্রেতা কমে গেছে।এই জন্য বাজারে আগের মতো পাইকেরা আসে না। এতে বিভিন্ন মালামাল সরবরাহ কমে গেছে। ফলে বাজারের ইজাদারেরা লোকসানের আশস্কা করছে। এমত অবস্থায় এর কোন ব্যাবস্থা না নিলে নান্নার বাজার আর্থিক ক্ষতির মুখে পড়বে।সেই সাথে উপজেলা পরিষদের রাজস্ব আয় কমে যাবে।
এই ব্যাপারে নান্নার ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে এই ব্যাপারে আমি কিছু জানিনা।তবে আমি খবর নিয়ে দেখি।
এই ব্যাপারে উপজেলা কর্মকর্তা (ইউএনও)আবুল কালামকে  জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি বিষয়টি জানিনা তবে সরকারী জায়গায় অবৈধভাবে ভবন নির্মান করতে দেওয়া হবে না।এই জন্য যা যা করা দরকার সবই আমি করব।
এই ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাহিদ হাসানকে জিজ্ঞাসা করলে তিনি বলে আমি কিছুদিন আগে যোগদান করেছি এই বিষয়ে আমার কিছুই জানা নেই।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ ইফসুব হোসেন জানান সরকারী রাস্তা ও খাস জায়গা দখল করে ভবন নির্মানের বিষয়টি নিশ্চিত করে বলেন খুব শিগগিরই সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা য়েওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ