• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

ইসরায়েলি বাহিনী চার জিম্মিকে মধ্য গাজা থেকে উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ জুন, ২০২৪

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের বাহিনী চার জিম্মিকে মধ্য গাজা থেকে উদ্ধার করেছে। গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েল হামলা বাড়িয়েছে। খবর আল জাজিরার।

মধ্য গাজায় ইসরায়েলি হামলায় ২১০ জনের নিহত এবং হতাহতদের খবর জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর মধ্যেই শনিবার নুসেইরাতে অভিযান নিয়ে খবর এলো। স্থানীয় বাসিন্দারা বলছেন, নুসেইরাতে তীব্র ড্রোন ও বিমান হামলা হয়েছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, উদ্ধার চার জিম্মির মধ্যে রয়েছেন – ২৫ বছর বয়সী নোয়া আরগামানি, ২১ বছর বয়সী আলমগ মেইর জান, ২৭ বছর বয়সী আন্দ্রে কজলভ, ৪০ বছর বয়সী শ্লোমি জিভ। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে তাদের জিম্মি করেছিল হামাস।

উদ্ধার জিম্মিরা ঠিকঠাক রয়েছেন। দিনের জটিল এক অভিযানে উদ্ধারের পর তাদের হাসপাতালে নেওয়া হয়। দুটি আলাদা স্থান থেকে চার জিম্মিকে উদ্ধার করা হয়। ইসরায়েলি পুলিশ জানায়, কমান্ডার আরনন জামোরা অভিযানে নিহত হয়েছেন।

হামাসের কাসেম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা বলেন, অন্য জিম্মিরা অভিযান চলাকালে নিহত হয়েছেন।

৭ অক্টোবরের পর জিম্মিদের উদ্ধারে এটিই সবচেয়ে বড় অভিযান ছিল। এ অভিযানেই সবচেয়ে বেশি সংখ্যক জিম্মি উদ্ধার করা গেছে। গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ১২০ জিম্মি গাজায় রয়েছেন। এর মধ্যে ৪১ জন নিহত হয়েছেন বলেও তারা মনে করে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, জিম্মিদের উদ্ধারকালে তাদের বাহিনী গাজার সবচেয়ে জটিল শহুরে পরিবেশে তীব্র গোলাগুলির মধ্যে কাজ করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ