যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে আবরও দ্রুতগতিতে বেড়ে চলেছে। পানি বৃদ্ধির ফলে নদী তিরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক।
শুক্রবার (২৮ জুন) সকালে শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, বেশ কয়েকদিন কমার পর আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি।
এদিকে পানি বৃদ্ধির ফলে যমুনা নদীর নিম্নাঞ্চল, চরাঞ্চল ও বাধ অভ্যন্তরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকার ফসলি জমির পাট, তিল, আখ, সবজিসহ বিভিন্ন উঠতি ফসল পানির নিচে তলিয়ে গেছে।