এপার-ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠা নায়ক শাকিব খান এবার আসছেন ‘মাস্ক’ নিয়ে। ‘শিকারী’, ‘নবাব’- এ দুই সিনেমায় নিজের অবস্থান পোক্ত করে এবার ‘মাস্ক’ দিয়ে বাজিমাতের অপেক্ষায় আছেন তিনি।
বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে।
রাজীব বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে থাকছেন কলকাতার সায়ন্তিকা ও নুসরাত।
পরিচালক রাজীব বিশ্বাস গণমাধ্যমকে জানান, ছবিটির জন্য ‘সিক্রেট মিশন’, ‘বিদ্রোহী’ ও ‘মাস্ক’- এ তিনটি নাম ভাবা হয়েছিল। এর মধ্যে ‘মাস্ক’ নামটি এগিয়ে রয়েছে।
মাস্ক ছাড়াও যৌথ প্রযোজনার ‘চালবাজ’ সিনেমাতেও কাজ করছেন শাকিব।
এ ছাড়া শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস নিয়ে আসছে নতুন ছবি ‘প্রিয়তমা’। এর আগে ‘হিরো দ্য সুপার স্টার’ সিনেমাটিও প্রযোজনা করেছিল প্রতিষ্ঠানটি।