ছেলে হিসেবে সেলিম খুব ভালো। ব্যক্তি জীবনে আবেগ ও মাথাগরম। কথায় কথায় হঠাৎ রেগে যাওয়া তার অভ্যাস। পরে আবার সে রাগের জন্য অনুশোচনায়ও ভোগেন।
কিন্তু তার এ সেন্টিমেন্টাল স্বভাব পাল্টাতে পারেন না। এ কারণে পরিবার, প্রেমিকা থেকে শুরু করে সবাই তার ওপর মহাবিরক্ত। একবার এক বন্ধুর বিয়েতে গিয়ে ছোট একটা বিষয়ে কথা কাটাকাটি নিয়ে সেন্টিমেন্টাল হয়ে পড়ে সেলিম। বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম। পাত্রী রাগ করে বিষ খেয়ে ক্লিনিক পর্যন্ত ঘটনা গড়ায়। পরে সেলিম মাফ চায় মেয়ের বাবার কাছে। মাফ চাইতে গিয়ে সে আবার মাথাগরম করে ফেলে।
সেলিমের সেন্টিমেন্ট যে সবসময় বিরক্তির কারণ তা নয়। এজন্য অনেকে উপকৃতও হন। সেলিম সবার আসলে উপকার করতে চান; কিন্তু মাঝে মধ্যে সেটা হিতে বিপরীত হয়ে যায়। এ
মনই গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘সেন্টিমেন্টাল সেলিম’। নাটকে সেলিম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকটির গল্প বেশ সুন্দর। হাস্যরসাত্মক হলেও এতে বেশ কিছু মেসেজ রয়েছে। সামাজিক প্রেক্ষাপট তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে বাস্তবতার নির্যাস। আশা করি নাটকটি দেখে সবাই বিনোদিত হবেন।’
নাটকটি প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হচ্ছে।