বগুড়া সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও নিজস্ব অর্থায়নে গত ৫ দিন যাবৎ বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মেধা গ্রুপের চেয়ারম্যান, শাহাজাদী আলম লিপি।
তার ত্রাণ বিতরণ কর্মসূচি ইতিমধ্যই সারিয়াকান্দির বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত জনপদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তার ত্রণ সহায়তা পেয়ে উচ্ছ্বাসিত বন্যা কবলিত মানুষজন। শাহাজাদী আলম লিপির ধারাবাহিক এই ত্রাণ বিতরণ কর্মসূচি প্রশংসা কুরিয়েছেন, এবং বন্যা কবলিত এলাকার লোকজন তার চলমান ত্রাণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে,
শনিবার দিনব্যাপী উপজেলার কর্নিবাড়ি ইউনিয়নের নান্দিনা চর গ্রামে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং ভিবিন্ন এলাকা ঘুরে বন্যাকবলিত মানুষজনের সাথে কথা বলেন ও তাদের পরিস্থিতি সম্পর্কে জানতেচান, তিনি এ অঞ্চলে বন্যার ভয়াবহতা ও দুর্ভোগ- দুর্দশার কাথা শোনেন এবং শাহাজাদী আলম লিপি তাদের আশ্বস্ত করে বলেন বান্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি আপনাদের পাশে আছি এবং ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে ও উপস্থিত সকলের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন শাহাজাদী আলম লিপি।
উল্লেখ বন্যা কবলিত মানুষজনের পাশে দাঁড়াতে শাহাজাদী আলম লিপি গঠন করেছেন এক শক্তিশালী ত্রাণ বিতরণ করণ সংগঠন। এই সংগঠনের দ্বারা ধারাবাহিকভাবে তিনি বন্যা কবলিত সকল পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন,
শাহাজাদী আলম লিপি বলেন,বন্যার দুর্দিনে এসব চরাঞ্চলের মানুষের সব ধরনের সহযোগিতায় তাদের পাশে থাকবো। চলমান বন্যা যে কয়দিন থাকবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরো বলেন,সারা জীবন আমি এই জনপদের গরীব দুঃখী অসহায় মানুষদের জন্য এভাবেই নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই।