গায়ক দুর্নিবার সাহা ২০২৩ সালের ৯ মার্চ ঐন্দ্রিলা সেনকে বিয়ে করেন। ঐন্দ্রিলা ছিলেন অভিনেতা প্রসেনজিতের সহকারী। তাদের বিয়ে নিয়ে বেশ আলোচনাও হয়েছিল।
এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুত্রসন্তানের বাবা-মা হন দুর্নিবার-ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় এ সুসংবাদ ভাগ করে নেন তারা। জন্মের ৬ মাস পর ছেলেকে প্রকাশ্যে আনেন এ দম্পতি। ছেলের নাম রেখেছেন ধিয়ান।
প্রাকাশ্যে আসা এ ছবিতে দেখা যাচ্ছে বাবা-মায়ের মাঝখানে ধুতি-পাঞ্জাবি পরে আছে ধিয়ান। দুর্নিবার-ঐন্দ্রিলা তাকে আদর করছেন। এ ছাড়াও ধিয়ানের আরও কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।
এসব ছবিতে ধিয়ানকে দেখা যাচ্ছে কখনো সে শান্ত হয়ে বসে আছে, আবার কখনো শুয়ে রয়েছে। ছেলের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় দুর্নিবার লেখেন, “তুই শুধু ভালোটাই খুঁজিস। মিথ্যে তো বড়ই সহজ, তুই শুধু সত্যিটাই বলিস। তুই শুধু ‘তুই’ হয়ে বেড়ে ওঠ। আমাদের ধিয়ান।”
২০২৩ সালের ৯ মার্চ বিরাট আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুর্নিবার-ঐন্দ্রিলা। বিয়ের পর তাদের প্রেমের কথা অনেকবার প্রকাশ্যে বলেছেন এ জুটি।