চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় আটক করা হয়েছে দুই চোরাকারবারীকে।
বুধবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণসহ তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, দর্শনার শ্যামপুর গ্রামের রহেল মন্ডলের ছেলে রেজাউল (৪৮) ও ইউসুফ আলীর ছেলে ইসরাফিল (৩২)।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্য পেয়ে দর্শনা এলাকায় অভিযানে যাচ্ছিল একটি দল। এসময় লোকনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি তাদের সন্দেহ হয়। তখন ওই মোটরসাইকেলটি অনুসরণ করে দর্শনা কাঁচাবাজার এলাকা পর্যন্ত পৌঁছালে গাড়িটি গতিরোধ করা হয়। এসময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে মোটরসাইকেলের দুই আরোহী। পরে তাদেরকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এর মধ্যে রেজাউলের কোমড়ের বেল্টের সাথে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে চারটি স্বর্ণের বার পাওয়া যায়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ বলেন, স্থানীয় লোকজনের সামনে তাদের কোমড়ে জড়ানো বেল্টের ভেতর থেকে ওই চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। চারটি স্বর্ণের বারের ওজন চার কেজি ২৫ গ্রাম। অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।