• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিলো সীমান্তে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রতিদিন ২৫ লাখ ডিম উৎপাদনের লক্ষ্য প্রাণের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে খালেদা জিয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে বন্ধ রাখা হয় ইত্যাদির শুটিং বঙ্গোপসাগরে দুইদিনে ধরাপরলো ১৯৫ মণ ইলিশ‌‌ যারা মাইনাস-টুর কথা বলে এটা তাদের মনগড়া: খসরু গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ পড়ে আছে ঢামেকের মর্গে গা‌ড়ির সি‌লিন্ডা‌র বি‌ষ্ফোর‌ণের আগু‌নে চারজ‌নের মৃত‌্যু নাসরিন আক্তার পরিচয় দেওয়ায় নিপুণ আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তামিম প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পাচ্ছেন

সোমালিয়ায় মোগাদিশুর জনপ্রিয় এক বিচে অতর্কিত হামলা, নিহত ৩২

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জনপ্রিয় এক বিচে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে, অন্তত ৬৩ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সশস্ত্র গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব শুক্রবার (২ আগস্ট) সোমালিয়ার লিডো বিচে চালানো হামলার দায় স্বীকার করেছে। সোমালিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে, নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। অন্তত পাঁচজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং আরেকজন নিজেকে উড়িয়ে দেয়।

দেশটির পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান সাংবাদিকদের বলেছেন, ৩২ জনের বেশি বেসামরিক নিহত হয়েছেন এবং ৬৩ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

একজন প্রতক্ষ্যদর্শী বার্তাসংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরক ভেস্ট পড়ে এক হামলাকারী নিজেকে হোটেলে উড়িয়ে দেয়। মোহামুদ মোয়ালিম নামে ওই ব্যক্তি আরও বলেন, হামলায় ওই হোটেলে থাকা আমার কয়েকজন বন্ধু নিহত হয়েছেন।

আব্দিলতিফ আলি নামে আরেক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, বিস্ফোরণের পর যখন গোলাগুলির খবর আসে তখন সবাই আতঙ্কে ছিল। আমি মেঝে অনেক লাশ ও আহত ব্যক্তিকে দেখতে পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ