পশ্চাৎপদতাকে পরিহার করে আধুনিকতাকে গ্রহণ করাই আওয়ামী লীগের ধর্ম। ঐতিহ্যগত ভাবে আওয়ামী লীগ একটি জ্ঞান ভিত্তিক রাজনৈতিক সংগঠন। ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’ ( ডিআই) আয়োজিত এক কর্মশালায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন আজ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রশিক্ষিত কর্মী বাহিনীই দলকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাও যে কোন প্রশিক্ষণ গ্রহণে দলীয় সদস্যদের উৎসাহ দিয়ে থাকেন।
রাজনৈতিক যোগাযোগ ও প্রচারাভিযান বিষয়ক এ কর্মশালায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মি আহমেদ, ডিআই এর চীফ অফ পার্টি কেটি ক্রোক, সেন্টার ফর রিসার্চ ইন্সটিটিউট (সিআরআই) এর ব্যারিস্টার ফরহাদ।
তিনদিন ব্যাপী এ কর্মশালায় তৃনমূলের আওয়ামী লীগ কর্মীসহ অনেকেই অংশগ্রহণ করেছে।