এবার বাংলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মো. হারুন-উর-রশীদ আসকারী। ২২ দিন আগে গত ১৮ জুলাই নিয়োগ পেয়েছিলেন তিনি।
শনিবার (১০ আগস্ট) তিনি ‘উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে’ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
মো. হারুন-উর-রশীদ আসকারী বলেন, পদত্যাগপত্রটি যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার হয়ত পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়।
এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে বলেন, ‘আমাকে দুপুরের পর তিনি (হারুন-উর-রশীদ আসকারী) ফোনে জানিয়েছেন যে পদত্যাগ করবেন। পদত্যাগপত্রটি আমার দফতরে এসেছে কিনা- তা চেক করে বলতে হবে।’
উল্লেখ্য, গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান রশীদ আসকারী। তিনি কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হন।