কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দানবাক্সে এবার মিলেছে ২৮ বস্তা টাকা। দিনভর গণনা শেষে পাওয়া যায় ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। এসব টাকা কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের শাখায় জমা হয়েছে। এবার ৩ মাস ২৭ দিন পর এ দানবাক্সগুলো খোলা হয়।
শনিবার (১৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টাকার অঙ্কের এ তথ্য নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো: রফিকুল ইসলাম।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ৯টি লোহার দানবাক্স খোলা হয়। এতে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া যায়। এসব টাকা গণনায় অংশ নেন প্রায় ৩৫০ জনের একটি দল।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাই। ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন।