• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

আবারো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন দামের অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা হবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দাম বুধবার (২১ আগস্ট) থেকে কার্যকর হবে। মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হচ্ছিল ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকায়। ফলে, দাম বেড়ে প্রতি ভরি ১ হাজার ৫১৬ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান জানিয়েছেন, তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ১৮ হাজার ৮৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১ হাজার ৮৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ৮৪ হাজার ২১৪ টাকা।

সোনার দাম বেড়ানোর পাশাপাশি, রুপার দাম অপরিবর্তিত থাকবে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ১ হাজার ২৮৩ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ