দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্র্বতী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ অনুরোধ জানান তিনি।
পোস্টে তারেক রহমান লিখেন, বিধ্বংসী আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের চারটি জেলায় আঘাত হেনেছে। যার ফলে লক্ষাধিক লোক অসংখ্য গ্রামে পানিবন্দি হয়ে পড়েছেন। আমি সরকারকে এসব জেলায় পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করছি।
তিনি আরও লিখেন, একই সঙ্গে বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে আশ্রয়, খাদ্য ও রসদ, মানবিক ত্রাণসহ ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সবসময় মানবতাকেই সমুন্নত রাখতে হবে এবং এই সংকটের সময়ে একে অপরের পাশে থাকতে হবে।