• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

ইরান ১৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

ইরানের মহাকাশ সংস্থার (আইএসএ) প্রধান হোসেইন সালারিহ ঘোষণা করেছেন, দেশীয়ভাবে তৈরি ১৪টি স্যাটেলাইট অদূর ভবিষ্যতে উৎক্ষেপণের জন্য তার দেশ প্রস্তুত রয়েছে। এছাড়া অন্যান্য আরও ৩০টি স্যাটেলাইট বিভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

বার্তা সংস্থা ইরনা সালারিহের বরাত দিয়ে বলেছে, এই ৩০টি উপগ্রহের মধ্যে ২০টি নির্মাণ করছে বেসরকারি খাত।

কর্মকর্তা আরও জানান, ২০২১ সালে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকে ১২টি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়।

আইএসএ বেসরকারি খাতের সাথে যৌথ প্রকল্প স্থাপন করায় দেশীয় স্যাটেলাইট ডিজাইন এবং তৈরির গতি ত্বরান্বিত হয়েছে। প্রেস টিভি সালারিহকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে।

ইরান স্যাটেলাইট তৈরি এবং উৎক্ষেপণ করতে সক্ষম বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে।

এই বছরের শুরুর দিকে ইরান সফলভাবে মাহদা গবেষণা স্যাটেলাইট, দুটি গবেষণা কার্গো সহ অভ্যন্তরীণভাবে তৈরি উন্নত সিমোর্গ (ফিনিক্স) স্যাটেলাইট উৎক্ষেপণ যান (এসএলভি) মহাকাশে পাঠিয়েছে। সূত্র: তেহরান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ