মুক্তিযুদ্ধের নয় মাসে হানাদার বাহিনীর হাতে এমন অনেকে আটক হয়েছিলেন পরবর্তীকালে যাদের আর খুঁজে পাওয়া যায়নি। যুদ্ধে তারা যে শহীদ হয়েছেন তাও নিশ্চিতভাবে জানা যায়নি। স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন এসব হারিয়ে যাওয়া মানুষদের প্রিয়জনরা আশায় ছিলেন হয়তো কোনোদিন ফিরে আসবেন কারও বাবা, সন্তান, স্বামী, ভাই। বিজয় তেমনি এক মুক্তিযোদ্ধার গল্প।
পাকবাহিনীর অত্যাচারে গুরুতর আহত হয়ে তিনি তার স্মৃতিশক্তি হারিয়েছিলে। এক দুর্ঘটনায় সুস্থ হয়ে ৩০ বছর পর দেখেন বাংলাদেশকে। কিন্তু ততোদিনে সমাজ, পরিবার, পরিজনের কাছে তিনি একজন শহীদ। বদলে গেছে সবকিছু। কেমন দেখছেন এই মুক্তিযোদ্ধা তার স্বপ্নের দেশটিকে! এমনই গল্প নিয়ে এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে সাঈদ তারেকের রচনা ও পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ধারাবাহিক নাটক ‘বিজয়’।
নাটকটি সপ্তাহের রবি ও সোমবার রাত ১১টায় প্রচার হচ্ছে। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, শাহরিয়ার নাজিম জয়, চাঁদনী, জ্যোতিকা জ্যোতি, তানিয়া হোসাইন, আহসান হাবিব নাসিম, লুত্ফর রহমান জর্জ, শামস সুমন, সায়কা আহমেদ, নূপুর, সুষমা সরকার, শিরিন শীলা, সুলতান সেলিম, নাহার, আবুল কালাম আজাদ, বিমল ব্যানার্জী, টুটুল চৌধুরী, নজরুল শাহীন প্রমুখ।