রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন যে, ৩০ মাস যুদ্ধের পর ইউক্রেনে তার প্রধান লক্ষ্য ছিল পূর্ব ডনবাস এলাকা মুক্ত করা। তিনি দাবি করেছেন যে, কুরস্কে ইউক্রেনের পাল্টা আক্রমণ এটি সহজ করেছে।
রাশিয়া ইউক্রেনের পশ্চিম লাভিভ অঞ্চলে মারাত্মক হামলা চালানোর একদিন পর এবং ডনবাসে মস্কোর বাহিনীর সাম্প্রতিক অগ্রগতির পর পুতিন এ কথা বলছিলেন। তিনি বলেন, ‘শত্রুদের (কুরস্কে) লক্ষ্য ছিল আমাদের উদ্বিগ্ন হতে বাধ্য করা, তাড়াহুড়ো করা, সৈন্য সরিয়ে দেয়া এবং গুরুত্বপূর্ণ এলাকায়, বিশেষ করে ডনবাসে আমাদের আক্রমণ বন্ধ করা, যার মুক্তি আমাদের প্রধান লক্ষ্য।’
রাশিয়া পূর্ব ডোনেটস্ক অঞ্চল এবং অন্য তিনটি অঞ্চলকে নিজেদের বলে দাবি করে। মস্কো এই গ্রীষ্মে দৃঢ়ভাবে অগ্রসর হয়েছে এবং এর সৈন্যরা এখন পোকরোভস্ক শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে – পূর্ব ইউক্রেনের একটি প্রধান লজিস্টিক হাব যেখান থেকে হাজার হাজার ইউক্রেনীয় এখন পালিয়ে গেছে।
পুতিন বলেছিলেন যে, কুরস্কে ‘বেশি শক্তিশালী ইউনিট’ পাঠানোর মাধ্যমে, ইউক্রেন ডনবাসে মস্কোর অগ্রগতি দ্রুত করেছে। তিনি যুক্তি দিয়ে বলেছিলেন, ‘শত্রুরা গুরুত্বপূর্ণ এলাকায় নিজেকে দুর্বল করেছে, আমাদের সেনাবাহিনী তার আক্রমণাত্মক অভিযানকে ত্বরান্বিত করেছে।’ পুতিন আরও দাবি করেছেন যে, মস্কোর সেনাবাহিনী কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে তাড়াতে শুরু করেছে, যেখানে কিয়েভের সৈন্যরা প্রায় এক মাস ধরে শহর ও গ্রামে দখল করে রেখেছে।
পুতিন বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করেছে এবং ধীরে ধীরে (শত্রু) আমাদের ভূখণ্ড থেকে বের করে দিতে শুরু করেছে।’ সূত্র: এএফপি।