ইউক্রেনের সংঘাত শেষ পর্যন্ত আলোচনার টেবিলে মীমাংসা হবে, তবে কবে তা বলা অসম্ভব, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন। এতদিন উস্কানি দিয়ে আসলেও এই প্রথম মার্কিন প্রতিরক্ষা সচিব স্বীকার করলেন ইউক্রেনের সমস্য একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।
জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের (ইউডিসিজি) আরেকটি বৈঠকের পর তিনি বলেন, ‘আমি মনে করি শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব আলোচনার টেবিলে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু কবে সেই সময়টি আসবে এখনও তা অনুমান করা কঠিন।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, শান্তি আলোচনার জন্য আমরা ইউক্রেনকে সম্ভাব্য সর্বোত্তম অবস্থানে রাখার জন্য কাজ চালিয়ে যাচ্ছি।
ইস্টার্ন ইকোনমিক ফোরামে (ইইএফ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে, রাশিয়া কখনোই ইউক্রেনের বিষয়ে আলোচনা প্রত্যাখ্যান করেনি তবে এই আলোচনা কিছু ‘ক্ষণস্থায়ী দাবির’ পরিবর্তে তুরস্কের প্রস্তাবের ভিত্তিতে হওয়া উচিত। সূত্র: তাস।