গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ট্রাকচাপায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ট্রাকে অগ্নিসংযোগ করেছেন শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সফিপুর আনসার একাডেমির সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ওই শ্রমিকের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমি সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় এক শ্রমিক ট্রাকচাপায় নিহত হয়। এ সময় অন্যান্য শ্রমিকরা উত্তেজিত হয়ে ওই ট্রাকে অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ট্রাকের আগুন নেভায়। এছাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, এক শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। সর্বশেষ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।